এরদোগানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের ফোন

পপুলার২৪নিউজ ডেস্ক:
গণভোটে বিজয়ের পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবিধান সংশোধনে ৫১ভাগেরও বেশি ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর সোমবার স্থানীয় সময় তিনি টেলিফোনে এ অভিনন্দন জানান। খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর।

১৬ এপ্রিলের ওই গণভোটের মাধ্যমে দেশটি সংসদীয় ব্যবস্থা থেকে কার্যত প্রেসিডেনসিয়াল ব্যবস্থায় গেল।

ট্রাম্পের অভিনন্দনের পর দু’নেতা সিরিয়ায় গত ৪ এপ্রিলের রাসায়নিক হামলার বিষয়ে আলোচনা করেন।

তুরস্কের তদন্ত দলের মতে, এ হামলায় সারিন গ্যাস ব্যবহার করা হয়।

ট্রাম্প ও এরদোগান দু’জনই এ হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করেন।

রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরীয় নৌঘাঁটিতে চালানো মার্কিন হামলাকে সমর্থন জানানোর জন্য তুরস্ককে ধন্যবাদ জানান ট্রাম্প।

দুজনই মনে করেন, আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী দমনে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধঝালকাঠিতে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধহাওরের এ মহাদুর্যোগে বিফল হব না ইনশাল্লাহ: রাষ্ট্রপতি