সড়ক দুর্ঘটনায় শিল্পী নকুল কুমারের সহকারী ও চালক নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

সড়ক দুর্ঘটনায় সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের এক সহকারী ও চালক নিহত হয়েছেন।

এ সময় শিল্পীর আরও দুই সহকারী আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে ফরিপুরের ভাঙ্গা-মাওয়া-ঢাকা বিশ্বরোড মহাসড়কের পুলিয়া গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে শিল্পী নকুল কুমার হতাহতদের সঙ্গে ছিলেন না। তিনি ভারতেই রয়ে গেছেন।

নিহতরা হলেন যন্ত্রশিল্পী ওয়াহিদ সুজাত (৩৮) ও চালক মো. মোসারেফ হোসেন (৩৭)।

আহতরা হলেন নিমাই (৩২) ও দিপক কুমার (৩২)। তাদের গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. এজাজুল ইসলাম জানান, ভারত থেকে গানের প্রোগ্রাম শেষে ঢাকায় ফেরার পথে বেনাপোল থেকে ছেড়ে আসা তাদের বহনকারী মাইক্রোবাস (ঢাকা-মেট্রো চ-১৯-৪৪৭৪) কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্লকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাওলি দপ্ততিকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ভ্রমণে তুরস্কের সতর্কতা জারি