সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স পেলেন প্রথম ভারতীয় নারী

পপুলার২৪নিউজ ডেস্ক:

গত ২৪ জুন থেকে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি পাওয়ার পর ড্রাইভিং লাইসেন্স পেতে শুরু করেছেন প্রবাসী নারীরাও। এ ধারাবাহিকতায় ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন ভারতের নাগরিক সৌদি প্রবাসী নারী সারা শর্মা থমাসও। প্রথম ভারতীয় কোনো নারী হিসেবে তিনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সম্মান অর্জন করেন।

সারা শর্মা থমাস ভারতের কেরেলা রাজ্যের অধিবাসী। সে গত নয় বছর যাবত সৌদি আরবের আল জাবিলের আর্মি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন।

নিষেধাজ্ঞা পেছনে ফেলে গত ২৪ জুন মধ্যরাতে চালকের আসনে বসে গাড়ি চালিয়েছেন সৌদি নারীরা। কয়েক দশক ধরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। কিন্তু তরুণ মোহাম্মদ বিন সালমান যুবরাজ হয়ে তাঁর দেশকে আধুনিক করতে নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নেন। এরই অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরে বাদশাহ নারীদের গাড়ি চালানোর সুযোগ দেওয়াসংক্রান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এরপর নারীর গাড়ি চালানোর অধিকারের পথ সুগম হয়।

সূত্র: আরব নিউজ

পূর্ববর্তী নিবন্ধব্রাজিল সমর্থকদের সুসংবাদ আছে মার্সেলোর
পরবর্তী নিবন্ধথাই ফুটবলারদের উদ্ধার করতে গিয়ে ডুবুরীর মৃত্যু