সৌদির পর্দারীতি ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে গিয়ে রীতি ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

দেশটিতে প্রচলিত নারী পোশাকের বিধান তিনি মানেননি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

মে’র আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ফার্স্ট লেডি মিশেল ওবামাও হিজাব পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান দেশটির যুবরাজ।

তবে বিমান থেকে অবতরণের পর মুসলিম প্রধান দেশটিতে সৌদি নারীদের প্রচলিত পোশাকরীতি সম্পর্কে মেকে অবহিত করা হয়। তবে তিনি তা মানতে অস্বীকৃতি জানান।

বোরখা বা মাথা না ঢেকেই তিনি বিমান থেকে নেমে আসেন এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদও ব্রিটিশ প্রধানমন্ত্রীর পর্দারীতির অস্বীকৃতির বিষয়টি মেনে নেন।

পরে বুধবার সৌদি বাদশাহর আল ইয়ামামা প্রাসাদে দু’দেশের প্রধান দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে অর্থনৈতিক ইস্যুকে অগ্রাধিকার দেয়া হয়।

এদিকে পোশাকরীতি ভঙ্গের বিষয়টি সৌদি আরবের অত্যাচারিত ও অবরুদ্ধ নারীদের বৃত্ত ভাঙতে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন থেরেসা মে।

তিনি বলেন, ‘নেত্রী হিসেবে নারীরা আজ কি অবস্থানে রয়েছে, পর্দরীতি ভেঙে আমি সেটি দেখাতে চেয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্ন আনা-নেওয়ার কাজে কালো গ্লাসের গাড়ির নয়:শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধগাজীপুরে কলেজছাত্র হত্যায় তিনজনের ফাঁসি