প্রশ্ন আনা-নেওয়ার কাজে কালো গ্লাসের গাড়ির নয়:শিক্ষামন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ট্রেজারি থেকে প্রশ্ন আনা-নেওয়ার কাজে কালো গ্লাসের গাড়ি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

প্রশ্ন ফাঁস রোধে এ উদ্যোগ বলেও উল্লেখ করেন নাহিদ। গত ২ এপ্রিল থেকে দেশের দুই হাজার ৪৯৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা; যাতে অংশ নিয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী। এখন পর্যন্ত সারাদেশে সুষ্ঠু ‍ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসানির বিরুদ্ধে অভিযোগপত্র
পরবর্তী নিবন্ধসৌদির পর্দারীতি ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী