সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ
সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, কুমিল্লার মাননীয় জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মুহাম্মদ কবীর হোসেন এর সভাপতিত্বে সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর ও ফেনী এবং রিজিওনাল অফিস, লক্ষèীপুর প্রধানগণ ও নিয়ন্ত্রণাধীন শাখা ম্যানেজারগণ এবং কুমিল্লা কর্পোরেট শাখা, কুমিল্লার শাখা প্রধানদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলন এবং ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২১ ময়নামতি (মিলনায়তন-২), বার্ড , কোটবাড়ী, কুমিল্লায় গত ২৩ জানুয়ারী, ২০২১ রোজ শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা হতে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষনা করেন ব্যাংকের মাননীয় সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আতাউর রহমান প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লার মাননীয় মহা পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা এব জনাব মোঃ আবদুল ওহাব, জেনারেল ম্যানেজার (ইনচার্জ), সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে ২০২১ সালের সোনালী ব্যাংক লিমিটেডের স্লোগান “দৃপ্ত শপথ মুজিব বর্ষে, আমরা থাকব সবার শীর্ষে” উল্লেখ করে সকলকে সেই মোতাবেক কাজ করার জন্য অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি মাননীয় সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মহোদয়। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে বার্ড মহাপরিচালক দেশের উন্নয়নে সোনালী ব্যাংকের অবদানের কথা উল্লেখ করেন এবং দেশের সর্ববৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে সোনালী ব্যাংকের অবদানের কথাও সরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটনের নির্বাহী পরিচালক হলেন আজিজুল হাকিম
পরবর্তী নিবন্ধ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী