সৈয়দপুরে ২৪০০ পিস ইয়াবাসহ আটক ৩

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে এক বাড়ি থেকে দুই হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চিহ্নিত তিন ইয়াবা ব্যবসায়ীকেও আটক করা হয়। আজ শনিবার সকালে উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

পুলিশ জানায়, আজ শনিবার সকালে সৈয়দপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পাওয়া যায়, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া মাদক ব্যবসায়ী বিপ্লব কুমার রায়ের শ্বশুর বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত করা হয়েছে। ওই খবরের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই মো. আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সদস্যের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির একটি ঘর তল্লাশি করে ১২টি ছোট পলিথিনে প্যাকেট করা দুই হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ির জামাতা বিপ্লব কুমার রায় ওরফে পর্বত (২৮), মো. রাসেল ওরফে রাশেদ (২০) ও মেহেদী হাসানকে (২১) আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী বিপ্লব কুমার রায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের শ্রী সুরেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি প্রায় ৭-৮ বছর আগে একই উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার সুরেশ চন্দ্র রায়ের বড় মেয়েকে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছেন। শ্বশুর বাড়ি থাকায় অবস্থায় তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুর বাড়িতে থেকে জমজমাট মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে এলাকার একটি সূত্র জানায়।

আটক অপর দুইজনের মধ্যে মেহেদী হাসান রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর মুন্সিপাড়ার নাসির উদ্দিনের ছেলে এবং রাসেল ওরফে রাশেদ (২০) একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনাপাড়ার আফজাল হোসেনের ছেলে।

এদিকে, দুই হাজার ৪০০ পিস ইয়াবা আটকের খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমান থানায় এসে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেন। সৈয়দপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধইরাকে জোড়া গাড়িবোমা হামলায় নিহত ১৮
পরবর্তী নিবন্ধবাগেরহাটে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা