ইরাকে জোড়া গাড়িবোমা হামলায় নিহত ১৮

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে দেশটির পুলিশকে লক্ষ্য করে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এতে ১৮ জন নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানায়।

সূত্র মতে, শুক্রবার রাতে বাগদাদের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়। আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে শিয়া অধ্যুষিত আবু দাশির এলাকায় প্রথম হামলা চালায়।

এদিকে সূত্রটি আরো জানায়, প্রথম হামলা চালানোর পর কাছেই দ্বিতীয় হামলাটি চালানো হয়। থানার প্রবেশ পথে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় হামলাটি চালায়।

দুই হামলায় মোট ১৮ জন নিহত ও অপর প্রায় ২০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে অনেক পুলিশ সদস্য রয়েছে।

শুক্রবার রাতে পুলিশের এক সূত্র জানায়, জোড়া বোমা হামলায় অন্তত তিন নিরাপত্তা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্য লক্ষ্য করে এবং বাজার, ক্যাফে ও মসজিদসহ জনাকীর্ণ এলাকায় এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধনিশ্চিন্ত মা মুর
পরবর্তী নিবন্ধসৈয়দপুরে ২৪০০ পিস ইয়াবাসহ আটক ৩