সুখ- দুঃখের পৃথিবী আজ আমার বন্দিশালা

মাসুদ মিয়া:  সুখ- দুঃখের পৃথিবী আজ আমার বন্দিশালা। আবার হাসবে পৃথিবী, থাকবে না কোন অজানা আতঙ্ক। সুখ-দুঃখের পৃথিবীর আজ আমার বন্দিশালা। খোদা তুমি আমাদের রক্ষা করো, করোনার হাত থেকে। আবার জেগে উঠবে পৃথিবী, সেই দিনের অপেক্ষায় দয়াময়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই হাঁটবে। কোলাহল ভরে উঠবে পৃথিবী । সুখ-দুঃখের পৃথিবী থাকবে না কোন আতঙ্ক । আবার বৈশাখ এলে রমনার বটমূলে ছোটাছুটি করবে সকল শ্রেণীর মানুষ । সুখ – দুঃখের পৃথিবী থাকবে না কোন আতঙ্ক। বৈশাখ এলো এলো বৈশাখ। সবাই মিলে এবার ঘরে থাকো। সুখ- দুঃখের পৃথিবী আজ আমার বন্দিশালা। এবারের বৈশাখের আয়োজনে থাকি নিরাপদে প্রিয়জনের পাশে । করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করো হে প্রভু। এবারের বৈশাখ পালন হোক ঘরে বসে। শুভ নববর্ষ। মুছে যাক সকল গ্লানি ও হতাশা। একটা নতুন ভোরের প্রত্যাশা যেন আগের মতো একটি প্রভাত পাই। যেখানে থাকবেনা কোন ভয় ভীতি, থাকবেনা সামাজিক দূরত্ব। সুখ- দুঃখের পৃথিবী থাকবে না কোন আতঙ্ক। লেখক সাংবাদিক মাসুদ মিয়া masudmiah2010@gmail.com

পূর্ববর্তী নিবন্ধপালিয়ে বাঁচা যাবে না
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে সু-প্রতিবেশী কর্মসূচী