পালিয়ে বাঁচা যাবে না

আলী রিয়াজ

মহাকালের এই ভয়াবহ পরিস্থিতিতে দাড়িয়ে বাংলাদেশের সব পেশার মানুষ পালাতে চাচ্ছে। একমাত্র সম্ভবত সাংবাদিকরই দায়িত্ব পালনে কোন ধরণের পলায়ন মনোবৃত্তি পোষণ করছেন না। যে যার অবস্থান থেকে বরং দায়িত্ব পালন করতে চাচ্ছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে প্রত্যেক সাংবাদিক তার সহকর্মীদের পাশেও দাড়ানোর চেষ্টা করছে। রাষ্ট্র যন্ত্র প্রশাসন মাঠে নামিয়ে পরিস্থিতি সামলাচ্ছে। শুরুতে প্রশাসনের কিছু অনভিজ্ঞ কর্মকর্তা পরিস্থিতি সামলানোর কার্যক্রমকে ক্ষমতা প্রয়োগের পদ্ধতি মনে করেছেন। উৎসাহী হয়ে উঠেছেন মানুষকে হয়রানির করার প্রবনতায়। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত কিছু ব্যাক্তি মানুষকে পেটানোর দায়িত্ব নিয়েছেন। কিন্তু কেউ স্বাভাবিক ভাবে মারা গেলেও তার লাশ সৎকারের জন্য সামান্য উদ্যোগ নিতেও ভয় পাচ্ছেন। কয়েকদিনের ঘটনাবলীতে প্রশাসন বিষয়টি বুঝে সঠিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। মূলত মহামারি কালে সরাসরি মাঠে রয়েছেন চিকিৎক, নার্স। তারাই প্রথম সারির যোদ্ধা। এর পরে পুলিশ বা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, ব্যাংকার, বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট ব্যাক্তি (বিশেষ করে অ্যাম্বুলেন্স)। সাংবাদিকরা নিরলস ভাবে পুরো পরিস্থিতির ওপরে কাজ করছ্নে। দুঃখজনক যারা প্রথম দায়িত্ব পালন করছেন সেই চিকিৎসকদের বড় অংশ বেমালুম অস্বীকার করেছেন দায়িত্ব পালনে। সরকারী হাসপাতাল ছাড়া কাউকে শুরুতে পাওয়াই যায়নি। পরে বেসরকারী কিছু চিকিৎসক সেবা দিচ্ছেন, পরিমানে খুবই কম। (দেশের নামকরা ফাইভ স্টার হাসপাতাল এখানে প্রথম সারিতে। সেবা আমি দেব না। পারলে কিছু করুন) এটা আমাদের জন্য ভয়াবহ সংবাদ। রাষ্ট্র এখানে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়ে হাসপাতালের কর্মীদের খাবার প্রদানেও নাকি ব্যর্থ হয়েছে। এমন একটি দেশে আমরা জন্মেছি? বাকীরা পালাচ্ছেন, পালিয়েছেন। সত্য মিথ্যা হতে পারে ‘ফেসবুকে এক চিকিৎসক লিখেছেন বাপের টাকায় ডাক্তার হয়েছি। কারও কাছে কৈফিয়ত দেবোনা চিকিৎসা সেবা দেয়ার জন্য’। এটি বড় একটি সিগনাল আমাদের পুরো ব্যবস্থা সম্পর্কে। সরকার ঘোষণা দিয়েও জড়ো হওয়া ঠেকাতে পারে না। কিন্তু লাশ বহনের জন্য খাট দেওয়া যায় না। অমানবিকতা, এসব সিগনাল শুধু স্বার্থপরতার নয়, পালানোর চেষ্টা। ব্যাংকারদের মধ্যে এই প্রবনতা তৈরি হয়েছে আমাদের ঝুঁকি আছে। সেবা দিতে পারছি না। আরে ঝুঁকিতো সবার আছে। তাই বলে পালিয়ে কোথায় যাবেন? যুদ্ধের মাঠ থেকে যদি সেনা সদস্যরা পালিয়ে যান তাহলে সেই বাহিনী কেন পালন করা হবে। সেনা সদস্যদের তো রাষ্ট্র যুদ্ধ করার জন্যই তৈরি করে। তার পেশাই হচ্ছে যুদ্ধ করা। রাষ্ট্র যখন যুদ্ধ পরিস্থিতির মুখে পড়ে তখন তারা রাষ্ট্র রক্ষায় রণক্ষেত্রে জীবন বাজি রেখে সংগ্রাম করবেন এটাইতো স্বাভাবিক। সেই সেনা সদস্য যদি বলে, আমি মারা যেতে পারি, আমার জীবনের ঝুঁকি আছে। যুদ্ধ করবো না। এটা কেমন প্রশ্ন? কেমন দায়িত্ব? আপনি যে পেশায় আছেন সেই পেশার কাজ করাটাই আপনার যুদ্ধ। আপনাকে সেজন্য রাষ্ট্র সুবিধা দেয়। কিন্তু যখন পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তখন বলবেন আমি দায়িত্ব পালন করতে পারবো না। আবার সুবিধার সময় বলবেন আমাকে সব সুবিধা দিতে হবে। আমাকে সম্মান দিতে হবে। এটা কখনোই হতে পারে না। ছোট সময় আমরা রচনা পড়েছি। জীবনের লক্ষ্য। বড় হয়ে চিকিৎসক হবো। গ্রামে ফিরে সাধারণ মানুষের চিকিৎসা করবো। এই রচনার শিক্ষাটা হলো সাধারণ মানুষের সেবা। সবাই চিকিৎসক হবেন না। কিন্তু সেবা সবাইকে করতে হবে। এই শিক্ষা নিয়ে এখন বলছেন, আমি পারবো না। দুনিয়ার সব গবেষকরা চেষ্টা করছেন, ভাইরাসের প্রতিষেধক তৈরির। এখন যদি গবেষকরা বলেন, ভাইরাস নিয়ে গবেষণা করতে গেলে আমার ঝুঁকি আছে। আমরা গবেষণা করতে পারবো না। তার পরিনতি কি হতে পারে? খুবই ভয়াবহ। তবে সাংবাদিকরা এখন পর্যন্ত বলছেন, কোথাও পালাবো না। মাঠে থাকবো। সবার দায়িত্ব যে কাজ করেন সেটা পালন করা। বুখারী হাদিসের একটি হাদিস এমন ‘‘তোমরা সবাই রক্ষনাবেক্ষণকারী এবং সবাইকেই তাদের অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে’’। যারা দায়িত্ব পালন করতে পারবেন না তারাও যেন বেচে থাকেন দায়িত্ব পালন কতটুকু গুরুত্বপূর্ণ সেটা দেখার জন্য। ঝুঁকি শুধু দায়িত্ব পালনে নয়। চোখ বুঝে থাকলেও ঝুঁকি আছে। এই পালানোর প্রবৃত্তি শুধু আপনাকে ঝুঁকিতে ফেলবে না। ফেলবে সবাইকে। আপনার পালানোর মনেবৃত্তি থেকে যে আতঙ্ক তৈরি হবে গ্রামের কৃষক তার উৎপাদন বন্ধ করে দেবে। যা ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় হয়েছে। মাঠের ধান কাটতে পারছে না কৃষক। ভেবেছেন কয়েক মাস পরে খাদ্য শষ্য না পেলে লাখ লাখ টাকা দিয়েও খাদ্য কিনতে পারবেন না। কিভাবে বাঁচবে আপনার সন্তান, আপনি। কোন উপায় নেই। লেখক : সাংবাদিক reazb3119@gmail.com

পূর্ববর্তী নিবন্ধপপুলার ২৪ নিউজ ডটকম অনলাইন পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ প্রত্যাশা ও প্রাপ্তির ৭ বছর
পরবর্তী নিবন্ধসুখ- দুঃখের পৃথিবী আজ আমার বন্দিশালা