সাংবাদিক মাসুদের উপর হামলাকারী আল-আমিন কারাগারে

 

পপুলার২৪নিউজ, ফিরোজ মিয়া:

দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ মিয়ার উপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামী আল-আমিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবী জামিনের আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

গত (২/৩/২০১৭)  বৃহস্পতিবার প্রধান আসামীর আল-আমিনের জামিনের আবেদন নামঞ্জুর করে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শেষে (৪/৩/২০১৭) শানিবার আল-আমিনকে
কারাগারে প্রেয়ণ করা হয় ।

এর আগে বুধবার রাতে আল-আমিনকে গ্রেফতার করে শেরে-বাংলা নগর থানা পুলিশ। এরপর বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামীকে আদালতে হাজির করে ৩ দিনের পুলিশ রিমান্ডে আবেদন করেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসায় ফিরছিল জনৈক বাবুল মিয়ার মেয়ে। ওই সময় ওঁৎ পেতে থাকা আল-আমিন তার ১৫/২০ জন সহযোগীদের নিয়ে মেয়েটির পথ আগলে দাঁড়ায়। এ সময় বখাটেরা ঐ মেয়েটির শ্লীলতাহানীর চেষ্টা করে। ওই সময় সাংবাদিক মাসুদ মিয়া মোবাইলে ছবি তুলে এবং প্রতিবাদ করলে তার ওপর চড়াও হয় আল আমিনসহ ওই সন্ত্রাসীরা। এক পর্যায়ে মাসুদের মোবাইল কেড়ে নিয়ে তাকে বেদম মারধর করে মোবাইল এবং টাকা পয়সা নিয়ে চলে যায়। খবর পেয়ে মাসুদের সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় রাতেই মাসুদ মিয়ার ভাই কুদ্দুস মিয়া বাদী হয়ে শেলে-বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধতামিম-সৌম্য জুটিতে এগোচ্ছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআদাবরে রূপালী ব্যাংকের ৫৬৩তম শাখার উদ্বোধন