সবজির দাম কিছুটা কমলেও বেড়েই চলেছে ছোলা ও চিনির দাম

পপুলার২৪নিউজ ফিরোজ মিয়া: রাজধানীতে সবজির দাম কিছুটা কমলেও বেড়েই চলেছে চাল, ছোলা ও চিনির দাম। তবে কমেছে ডিম ও মুরগির দাম। এছাড়া অন্যান্য পণ্যের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। মিরপুরের পিরেরবাগ বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, চাল, ডাল, চিনি ও ছোলার দাম বেড়েই চলেছে। বাকি পণ্য স্থিতিশীল রয়েছে।
সরেজমিন দেখা যায়, ছোলা প্রতি কেজি ৮৫ -৯০ টাকা বিক্রি হচ্ছে। চিনি গত সপ্তাহে ৬৫-৬৮ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে তা ৪ টাকা বাড়িয়ে ৭০-৭২ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও চড়া ভাব লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে প্রতি কেজি রুই বিক্রি হয়েছে ২০০-৩০০ টাকায়। এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২২০-৩৩০ টাকা। প্রতি কেজি ইলিশ ৭০০- ১২০০ টাকা। গত সপ্তাহে গরুর মাংস প্রতি কেজি ৪৮০-৫০০ টাকা। এ সপ্তাহে ১০ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে ৪৯০-৫১০ টাকা। খাসি প্রতি কেজি ৬৫০-৭৫০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে কমেছে ৫-১০ টাকা।গত সপ্তাহে প্রতি কেজি ১৫০-১৫৫ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা। দেশি মুরগি প্রতি কেজি ৩৭০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিম (ফার্ম) প্রতি হালি ২৬-২৮। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০-৩২ টাকায়। সাধারণ মানের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ১২০-২৫০ টাকা। এদিকে নাজির/মিনিকেট (সাধারণ মানের) প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা, উত্তম মানেরটা বিক্রি হচ্ছে ৫২-৫৬ টাকা আর মাঝারি মানের প্রতি কেজি ৪৬-৫০ টাকা। পাইজাম/লতা (সাধারণ মানের) প্রতি কেজি ৪৬-৪৮ টাকা, উত্তম মানের প্রতি কেজি ৪৮-৫০। মোটা/ স্বর্ণা/ চায়না ইরি প্রতি কেজি ৪২-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গতসপ্তাহেও একই দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল (লুজ) প্রতি লিটার ৮২-৮৪ টাকা, সয়াবিন তেল (বোতল) ৫ লিটার ৪৯০-৫২০ টাকা, সয়াবিন তেল (বোতল) ১ লিটার ১০০-১০৬ টাকা, পাম অয়েল (লুজ) প্রতি লিটার ৭০-৭২ টাকা, পাম অয়েল (সুপার) প্রতি লিটার ৭৪-৭৫ টাকা।গত সপ্তাহেও তা একই দামে বিক্রি হয়েছে। অপরদিকে, মশুর ডাল প্রতি কেজি ১২০ টাকা। ডাল (তুরস্ক/কানাডা-বড় দানা) গত সপ্তাহে প্রতি কেজি ৭৫-৮০ টাকা বিক্রি হয়েছে। এ সপ্তাহে ৫ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে ৭৫-৮৫ টাকা। মাঝারি ধরনের ডাল (তুরস্ক/কানাডা) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকা। ডাল (দেশি) প্রতি কেজি ১১০-১২০ টাকা। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা।
প্রতি কেজি পেঁয়াজ ২০-৩২, আমদানি করা পেঁয়াজ ২০-২৫ টাকা, দেশি পেঁয়াজ ২৫-৩২ টাকা, রসুন ১০০-২৪০, শুকনা মরিচ ১৫০-২০০, হলুদ ১৬০-২০০ টাকা, আদা (আমদানি) মানভেদে প্রতি কেজি ৭০-১১০ টাকা, জিরা প্রতি কেজি ৩৮০-৪৫০ টাকা, দারুচিনি ৩২০-৩৬০ টাকা, এলাচ প্রতি কেজি ১২০০-১৬০০ টাকা। ধনেপাতা ১২০-১৫০ ও তেজপাতা প্রতি কেজি ১৩০ টাকা। তবে শাক-সবজিসহ অন্যান্য জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। ঢেঁড়শ, শশা, করলা, লতি, ঝিঙা, পেঁপে, আলু, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধচলচ্চিত্র পাড়ার ঝড় থামছেই না
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের দাপুটে জয়