সংসদে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭ উত্থাপন

পপুলার২৪নিউজ প্রতিবেদক: ব্যাটালিয়ন আনসার সদস্যদের অঙ্গীভূত ও স্কেলবিহীন চাকরির মেয়াদ ৯ বছর থেকে ৬ বছরে কমিয়ে আনার বিধানের প্রস্তাব করে জাতীয় সংসদে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে।

চলমান দশম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিলটি উত্থাপন করেন।

বিলে বিদ্যমান আইনের ধারা ৬ক এ সংশোধন করে ৯ (নয়) সংখ্যা, শব্দ ও বন্ধনীর পরিবর্তে ৬ (ছয়) সংখ্যা, শব্দ ও বন্ধনী প্রতি স্থাপনের প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউপস্থাপনায় রিয়াজ পায়েল জুটি
পরবর্তী নিবন্ধনীল ও রুক্মিণীর বিয়ে আজ