শীতার্তদের জন্য আল-আরাফাহ্ ব্যাংকের কম্বল বিতরণ

পপুলার২৪নিউজ ডেস্ক:
1আর্ত মানবতার সেবায় দেশব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি পালন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৩ জানুয়ারি ব্যাংকের কলাতিয়া ও আটি বাজার শাখায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপব্যবস্থানা পরিচালক মোঃ ফজলুল করিম। এ সময় উপস্থিত ছিলেন এআইবিএল ঢাকা সাউথ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুর হাসান এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। কলাতিয়া শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম ভূঁইয়া এবং আটিবাজার শাখার ব্যবস্থাপক এ.এস.কে.এম. মাহফুজুর রহমান স্ব স্ব শাখার কম্বল বিতরণের সার্বিক আয়োজন করেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
শীতার্ত মানুষের সেবায় এ বছর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের ৪৬টি জেলায় ১৭ হাজারের বেশি কম্বল বিতরণ করছে। ব্যাংকের নির্ধারিত শাখা ও বিভিন্ন মাধ্যমে এসব কম্বল দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রতি বছরই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এ ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে শিশু ধর্ষণের মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে
পরবর্তী নিবন্ধটানা উত্থানে শেয়ারবাজার