টানা উত্থানে শেয়ারবাজার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

2টানা ৮ কার্যদিবস ধরে উত্থানে রয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক। মঙ্গলবারের লেনদেনের মাধ্যমে এ উত্থান হয়েছে। যা গত ২২ ডিসেম্বর শুরু হয়েছিল। এ সময় ডিএসইএক্স সূচক বেড়েছে ২১৩.৪০ পয়েন্ট। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮.১৫ পয়েন্ট বেড়ে ৫১৩৭.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। যার ফলে এ সূচক ২০১৪ সালের ২ নভেম্বরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৩৯১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৭ কোটি ৫ লাখ টাকার বা ৩.৯৪ শতাংশ।

ডিএসইতে ৩২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৬টি বা ৪১.৫৯ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর ১৬৪টি বা ৫০.১৫ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ২৭টি বা ৮.২৬ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডেসকোর শেয়ার। এদিন কোম্পানির ৮৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো’র ৪৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস।

লেনদেনে এরপর রয়েছে- ফার কেমিক্যাল, এএফসি অ্যাগ্রো, ডরিন পাওয়ার জেনারেশন, কনফিডেন্স সিমেন্ট, পেনিনসুলা চিটাগাং, ইফাদ অটোস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৯.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৫৭৫.৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে ৮৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১১৩টি’র, কমেছে ১৩৩টি’র এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টি’র।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের জন্য আল-আরাফাহ্ ব্যাংকের কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধকলাপাড়ায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার