শিশু বলাৎকার মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে বলাৎকার মামলায় শিপন (১৮) কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন শিশু আদালত।

একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৫ সালের ১১ আগস্ট দুপুরে জেলার সিংগাইর উপজেলা টানগোপালনগর গ্রামে আজিজুল খার ছেলে দণ্ডপ্রাপ্ত শিপন (১৮) খেলনা গাড়ী কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ৫ বছরের এক শিশুকে তার ঘরে নিয়ে বলাৎকার করে।

ওই শিশুর পায়ুপথে ৫টি সেলাই দেওয়া হয়। শিশুটির দাদী বাদি হয়ে ২০১৫ সালের ১৮ আগস্ট মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

আদালতের নির্দেশে সিংগাইর থানা পুলিশ তদন্ত করে ২০১৫ সালে ৭ অক্টোবর মামলাটি রেকর্ড করেন। ২০১৬ সালে ১২ মার্চ মামলাটির অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেন আদালত।

মামলায় মোট ৯ জন সাক্ষ্য প্রদান করেন। বিজ্ঞ বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর দণ্ডবিধির ৩৩৭ ধারায় দোষী সাব্যস্ত করে আসামি শিপনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।

বাদী পক্ষে এপিপি নিরঞ্জন বসাক ও আসামীপক্ষে আব্দুর রাজ্জাক মামলাটি  পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধসব ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করছে: প্রধান বিচারপতি
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা নির্যাতন গণহত্যার শামিল: ব্রিটিশ হাইকমিশনার