শিক্ষামন্ত্রী একজন সহজ-সরল মানুষ: সামশুল হক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সম্প্রতি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সমালোচনার মুখে থাকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সামশুল হক বলেন, শিক্ষামন্ত্রী একজন সহজ-সরল মানুষ। তিনি একা কী করবেন। তাকে বাদ দিয়ে আর কাউকে মন্ত্রী করলেই যে প্রশ্নপত্র ফাঁস হবে না, তা বলা যায় না।

শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন উল্লেখ করে সামশুল হক বলেন, শিক্ষামন্ত্রী একজন কী করবেন? শিক্ষামন্ত্রীর নিচে যারা আছেন, তাদের নিয়ে তদন্ত চালান।

তিনি বলেন, ‘উনি (শিক্ষামন্ত্রী) সোজা-সরল মানুষ। ওনাকে খালি পদত্যাগ করেন, পদত্যাগ করেন… পদত্যাগ করে কী করবেন? পদত্যাগ করলে তো আরেকজনকে দেবে, আরেকজনকে দিলে তার মাধ্যমে (প্রশ্নফাঁস) হবে না, তা কি কেউ বলতে পারেন? বলতে পারেন না।’ এর আগে সোমবার সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন চট্টগ্রাম থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

পূর্ববর্তী নিবন্ধমীরের সঙ্গে ঘনিষ্ঠ কেন স্বস্তিকা?
পরবর্তী নিবন্ধআইনশৃংখলা রক্ষায় পুলিশের যা করার তাই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী