আইনশৃংখলা রক্ষায় পুলিশের যা করার তাই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে ৮ ফেব্রুয়ারি দেশে কোনো ধরনের নৈরাজ্য করতে দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইনশৃংখলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে।

মঙ্গলবার রাজধানীর তেজাগাঁওয়ে বিজি প্রেসের কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক পুরস্কার বিতারণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসাদুজ্জামান খাঁন কামাল। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারি দেশে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেবো না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে।

তিনি বলেন, ‘দেশের বিচার বিভাগ স্বাধীন। রায়ে কী হবে, তা বিচারক জানেন। তবে রায়ের পর কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, অরাজকতা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। খালেদা জিয়ার রায় পরবর্তী বাংলাদেশ ভালো থাকবে, সুন্দর থাকবে।’

পূর্ববর্তী নিবন্ধশিক্ষামন্ত্রী একজন সহজ-সরল মানুষ: সামশুল হক
পরবর্তী নিবন্ধপাঁচ কার্যদিবস পর সূচকের বড় উত্থান