শান্তিপূর্ণভাবে ১৪ উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন

পপুলার২৪নিউজ ডেস্ক: 

কোনো প্রকার অনাকাংক্ষিত ঘটনা ছাড়া কঠোর নিরাপত্তার মধ্যে আজ বিকেল ৪টায় ১৪টি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
এসব উপজেলার ভোটাররা আজ সকালে কয়েকটি নিজ নিজ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং কয়েকটি শূন্য পদে তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেন।
নতুন নির্বাচন কমিশনের ( ইসি) অধীনে কোনো বিরতি ছাড়াই সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
১২ জেলার যে ১৪ উপজেলায় নির্বাচন হয় তার মধ্যে নতুন নির্বাচন হচ্ছে সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ি, গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুরে। এখানকার ভোটাররা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অপর ১১টি উপজেলা পরিষদের ভোটাররা কয়েকটি শূন্যপদ পূরণে ভোট দেন। তাছাড়া ৪ জেলার ৪টি পৌর করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র অথবা কাউন্সিলর পদে ভোটগ্রহণ করা হয়।
উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট হয় কুড়িগ্রাম সদর, পাবনার সুজানগর, বরিশালের বানারীপাড়া ও গৌরনদী, ঝালকাঠির কাঠালিয়া, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শনগর, নাটোরের বরাইগ্রাম ও কিশোরগঞ্জের হোসেনপুরে।
উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট হয় কুমিল্লার চৌদ্দগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া এবং বাগেরহাটের মোড়েলগঞ্জে। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হয় পাবনার ঈশ্বরদী ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়।
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ প্রধান প্রধান দলগুলোর প্রার্থীরা এসব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধযে কোনো মেয়ের মন জয় করতে সক্ষম এই ৪ ধরনের পুরুষ!
পরবর্তী নিবন্ধইন্ডিয়ান এয়ারলাইনস উড়োজাহাজের সব ক্রু নারী