রোববার থেকে মাংস বিক্রির ঘোষণা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিভিন্ন দাবি আদায়ে ৬ দিন মাংসের দোকান বন্ধ রাখার সময় শেষ হচ্ছে আগামীকাল শনিবার।

রোববার থেকে ফের ঢাকা সিটি এলাকায় মাংস বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি বলেন, ব্যবসায়ীদের দাবি আদায়ে বাণিজ্যমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুশিয়ারি দেন রবিউল আলম।

শুক্রবার ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি সম্পর্কে এসব তথ্য জানান রবিউল আলম।

এর আগে ৪ দফা দাবি আদায়ে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা মাংস বিক্রি বন্ধ রাখেন।

ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- গাবতলী হাটে অতিরিক্ত ইজারা আদায় বন্ধ, হুন্ডির মাধ্যমে টাকা পাচারকারী চক্রকে চিহ্নিত করে শাস্তি দেয়া ও বিভিন্ন জেলা থেকে পশু আমদানির অনুমতি দেয়া, ট্যানারিতে চামড়া নেয়া ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে জবাবাদিহিতার আওতায় আনা।

দাবি আদায়ে গত সোমবার থেকে মাংস বিক্রি বন্ধ রাখার পাশাপাশি মানববন্ধনসহ নানা সচেতনতা বৃদ্ধি কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

পূর্ববর্তী নিবন্ধশিগগিরই ৩৮তম বিসিএসের সার্কুলার
পরবর্তী নিবন্ধমাতৃত্বের সময় রক্তক্ষরণে করণীয়