রূপালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২০২৩ এর ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮) ব্যাংকের প্রধান কার্যালয়ের ৩য় তলায় মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর। মহাব্যবস্থাপক ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হারুনুর রশীদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান ও মো. ইসমাইল হোসেন শেখ। সভায় সকল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজারগণ ভার্চ্যুয়ালি অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধনেইমার-জেসুসবিহীন ব্রাজিল দলে ৫ নতুন মুখ
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক-হ্যালো পয়সা রেমিট্যান্স উৎসব শুরু