রাশিয়ায় হামলাকারী কিরগিজ তরুণ আকবরজান

পপুলার২৪নিউজ ডেস্ক:
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের পাতালরেলে আত্মঘাতী হামলাকারী মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের তরুণ। তাঁর নাম আকবরজান দিজালিলোভ। কিরগিজস্তানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

কিরগিজস্তানের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সেন্ট পিটার্সবার্গের পাতালরেলে আত্মঘাতী হামলাকারী কিরগিজ নাগরিক আকবরজান দিজেলিলোভ। তাঁর জন্ম ১৯৯৫ সালে। তিনি সম্ভবত রুশ নাগরিকত্ব পেয়েছেন।’

এর আগে রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, পাতালরেলে একটি ট্রেনের কামরায় বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির বয়স কুড়ির কোঠায়। তিনি মধ্য এশীয়।

স্থানীয় সময় গতকাল সোমবারের ওই বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। বিস্ফোরণে নিহত ব্যক্তিদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছে সেন্ট পিটার্সবার্গের কর্তৃপক্ষ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

তদন্তকারীরা ঘটনাটিকে সন্দেহজনক ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তাঁরা তাঁদের এই সন্দেহের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাননি। তা ছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের ওপর রাশিয়া ব্যাপক হামলা চালাচ্ছে—অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পরপরই এ হামলার ঘটনা ঘটল।

রাশিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যমতে, আইএসের হয়ে লড়তে ইরাক ও সিরিয়ায় গেছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর কমপক্ষে সাত হাজার ব্যক্তি। তাদের মধ্যে রুশ প্রায় তিন হাজার।

পূর্ববর্তী নিবন্ধকাউন্টার টেরোরিজম ইউনিট কাউন্সিলিং ও রিসার্চ উইং সেল গঠন করবে
পরবর্তী নিবন্ধভিডিও পোস্ট করে ২০তলা থেকে লাফ!