ভিডিও পোস্ট করে ২০তলা থেকে লাফ!

পপুলার২৪নিউজ ডেস্ক:
আত্মহত্যার পদ্ধতি সম্বলিত একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে ২০তলা থেকে লাফিয়ে মারা গেছেন এক শিক্ষার্থী।

ইঞ্জিনিয়ারিং নিয়ে অধ্যয়নরত ২৪ বছর বয়সী ওই ছাত্রের নাম অর্জুন ভরদ্বাজ।

ভারতের মুম্বাইয়ের হোটেল তাজল্যান্ড থেকে সোমবার সকালে তিনি লাফ দেন। অর্জুনের পরিবার ব্যাঙ্গালুরুতে থাকে।

পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে অর্জুন সঠিক কাগজপত্র দেখিয়ে হোটেলে ওঠে। এর কয়েক ঘণ্টা কক্ষের জানালা ভেঙে লাফ দেন।

লাফ দেয়ার আগে অর্জুন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যাতে আত্মহত্যার আগে কি কি করতে হবে তা আছে।

ভিডিওতে অর্জুন বলেন, আত্মহত্যা করার আগে কিছু কাজ করতে হবে। প্রথমে নোট লিখে রাখবেন। এরপরে প্রচুর মদপান করবেন। তখন সুন্দর পৃথিবীটাকে দেখবেন এবং বেকন পাস্তা খাবেন।

ভিডিওতে তার শেষ বাক্যটা ছিল, ‘বিদায় বন্ধু, দেখা হবে ওই দুনিয়ায়।’

পুলিশ পরে অর্জুনের কক্ষ থেকে একটি সুইসাইট নোট উদ্ধার করে। এতে লেখা, ‘আমি একজন মাদকাসক্ত। আর বাঁচতে চাই না।’

অর্জুন বেশকিছু দিন ধরে হতাশায় ভুগছিলেন এবং আত্মহত্যার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলেন বলে ধারণা পুলিশের।

২০তলা থেকে লাফ দেয়ার পর অর্জুন ১১তলায় আটকে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এক ঘণ্টার চেষ্টায় লাশটি উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় হামলাকারী কিরগিজ তরুণ আকবরজান
পরবর্তী নিবন্ধবুলবুল ও গউছের বরখাস্তের আদেশ স্থগিত