রানের খাতা খোলার আগেই সাজঘরে তামিম-মুমিনুল

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার দেয়া ৪২৪ রানের পাহাড় সমান টার্গেট তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল ও মুমিনুল হক।

প্রোটিয়া পেসার মরনে মর্কেলের বলে সরাসরি বোল্ড হন তামিম। আর লেগবিফোরের ফাঁদে পড়েন মুমিনুল হক। বাংলাদেশের স্কোরবোর্ডেও তখন রানের খাতা শুন্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৪ রান।

এর আগে স্বাগতিকরা তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৪৭ রান করে।

ব্যাটিংয়ে দ্যূতি ছড়ানোর পর বল হাতেও আলো ছড়ান মুমিনুল হক। তিনি ৩টি উইকেট লাভ করেন। এছাড়া ২টি মোস্তাফিজ এবং ১টি লাভ করেন শফিউল ইসলাম।

বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে এগিয়ে ছিল। এতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪২৪ রানের।

জবাব দিতে ওপেনিংয়ে নামেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। মর্কেলের প্রথম ওভারেই কোনো রান করার আগেই আউট হন তামিম।  চার বল খেলেন তিনি। ওই ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুমিনুল।

যদিও রিপ্লেতে দেখা যায় বলটি মুমিনুলের লেগ স্ট্যাম্প মিস করতো। রিভিউ থাকলেও তা নেননি মুমিনুল। ইমরুল কায়েসের সঙ্গে পরামর্শ করেন তিনি। তবে ইমরুল কায়েস তাকে রিভিউ নিতে নিষেধ করেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশ ৩২০ রানে অলআউট হয়।

পূর্ববর্তী নিবন্ধ৪২৪ রানের টার্গেট পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্য বহুমাত্রিক সমস্যা তৈরি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী