রাজশাহী মেডিকেলে একসঙ্গে তিন কন্যা শিশুর জন্ম

পপুলার২৪নিউজ ডেস্ক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার সন্ধ্যার পর শ্যামলী বেগম (২১) নামের ওই গৃহবধূ অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেন ওই তিন সন্তান।

শ্যামলী বেগম নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সারলডাঙ্গার আব্দুল্লাহিল কাফীর স্ত্রী। বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই প্রসূতি। সুস্থ আছে তিন নবজাতক। তাদের দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

 

হাসপাতালের ২৬ নং ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. রুস্তম আলী বলেন, ৩৪ সপ্তাহ বয়সে জন্ম নিয়েছে ওই তিন নবজাতক। জন্ম নেয়া প্রথম নবজাতকের ওজন ১ কেজি ৮ গ্রাম। এছাড়া দ্বিতীয়টি ২ কেজি এবং তৃতীয়টি ১ কেজি ৪ গ্রাম। বর্তমানে তারা সুস্থ আছে।

একসঙ্গে কোলজুড়ে তিন কন্যা সন্তানের আগমনে বেশ আনন্দিত শ্যামলী বেগম। খুশি হলেও তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নবজাতকদের বাবা আব্দুল্লাহিল কাফী।

আব্দুল্লাহিল কাফী বলেন, দুই বছর আগে পাশের গ্রামে এছাহক আলীর মেয়ে শ্যামলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর সংসারের হাল ধরতে ছোটখাট একটি চাকরিও করেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধআজও দুই মামলায় হাজিরা দেবেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধকেরানীগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান