রাঙামাটিতে বাস ধর্মঘট চলছে

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
রাঙামাটির কুতুবছড়িতে পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চলছে বাস ধর্মঘট। তবে অন্যান্য যান চলাচল করছে। আজ শনিবার জেলার সব সড়কে এ ধর্মঘট ঘোষণা করে রাঙামাটি বাস মালিক ও শ্রমিকদের সংগঠন।

এ ব্যাপারে রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, শুক্রবার বিকেলে খাগড়াছড়ি থেকে রাঙামাটি ফেরার পথে কুতুবছড়িতে ব্যারিকেড দিয়ে একটি বাস থামিয়ে কয়েক যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করে এবং চালক শাহাদাত হোসেন ও সহকারী আরমানকে মেরে গুরুতর আহত করে। তারা যাত্রীদের ওপরও হামলা চালায়। এর প্রতিবাদে শনিবার রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দরবানসহ সব সড়কে বাস ধর্মঘট ডাকা হয়। তবে অন্যান্য যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।

একই সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেন বাস মালিক সমিতির সভাপতি।

পূর্ববর্তী নিবন্ধমেহেরপুরে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধএল ক্ল্যাসিকোর আগে ‘চুম্বনরত’ মেসি–রোনালদো!