মেহেরপুরে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: মেহেরপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা রিটার্নিং অফিসার রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর, নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহমেদ খানমসদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী প্রমুখ। মেহেরপুর পৌর নির্বাচন পরিচালনা লক্ষ্যে ১৫টি কেন্দ্রের জন্য ১৫ জন প্রিসাইডিং অফিসার, ৯৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৯১ জন পোলিং অফিসার  প্রশিক্ষণে অংশ নেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ও  মিশন নিম্ন  মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবজ্রাঘাতে কৃষকের মৃত্যু, সাংবাদিকসহ আহত ২
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বাস ধর্মঘট চলছে