মেহেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে পালিত হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় আয়োজন করে শোভাযাত্রা, আলোচনা সভা ও ছাগল মেলার।

শনিবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলে নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে শুরু হয়ে হোটেল বাজার মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় প্রাণিসম্পদ কার্যালয়ে ছাগল মেলা উদ্বোধন করা হয়। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুশান্ত কুমার হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং প্রাণিসম্পদ বিভাগের জিএসও আব্দুর রশিদ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, খামারী রজিফা খাতুন, খলিলুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকেমন হবে নোকিয়া ৩৩১০ এর নতুন সংস্করণের বৈশিষ্ট্য?
পরবর্তী নিবন্ধম্যাচ বাঁচাতে পারবেতো ভারত?