মেসিকে আটকানোর আলাদা কোনো পরিকল্পনা নেই পেরুর

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আর্জেন্টিনার বিপক্ষে যে দলই খেলুক না কেন লিওনেল মেসিকে নিয়ে তাদের আলাদা পরিকল্পনা থাকে। মেসিকে কীভাবে ঠেকানো যায় সেই চিন্তায় মাথার চুল ছিঁড়েন কোচ-ফুটবলাররা।

কিন্তু বাছাইপর্বের ম্যাচে এই ফুটবল জাদুকরকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনাই নাকি নেই পেরুর! এমনটাই জানালেন কোচ রিকার্দো গারেকা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েনস আয়ারসে মুখোমুখি হবে দুই দল।মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা না করলেও আর্জেন্টিনাকে সমীহ করছেন গারেকা। বিষয়টি ব্যখ্যা করে পেরুর কোচ বললেন, ‘আমরা সাধারণত খেলোয়াড়ের ম্যান-মার্ক করি না। আমরা এটা বিশ্লেষণ করছি কিন্তু এটা হয়তো করা হবে না।  আর্জেন্টিনাকে আমরা বিশ্বের সেরা দলগুলোর একটা মনে করি। সেরা পর্যায়ের অনেক খেলোয়াড় আছে তাদের। কিন্তু জয় পেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকব। ‘

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চার দল সরাসরি রাশিয়া বিশ্বকাপ খেলবে।

পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দল নিউ জিল্যান্ডের সঙ্গে। শেষ দুই রাউন্ডের ম্যাচ তাই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর্জেন্টিনা ও পেরুর জন্য। ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে পেরু। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।তবে বাছাইপর্বে গত ৩ ম্যাচের সবকটিতে জয় পাওয়া পেরু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ উজ্জীবিত।  রিকার্দো গারেকা আরও বলেছেন, ‘যেকোনো ভেন্যুতে যে কোনো দলের মুখোমুখি হতে আমরা উপযুক্ত সময়ে আছি। ভালো একটি ম্যাচ খেলতে দল এখন ভালো অবস্থায় আছে। বড় একটি মাঠে গুরুত্বপূর্ণ একটি জাতীয় দলের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা। আমরা আমাদের সেরা সময়ে আছি… আমরা প্রস্তুত। ‘

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরের পদ্মায় ইলিশ ও জালসহ ২৫ জেলে আটক
পরবর্তী নিবন্ধরাধে মাকে চেয়ার ছেড়ে দিলেন পুলিশ কর্মকর্তা!