রাধে মাকে চেয়ার ছেড়ে দিলেন পুলিশ কর্মকর্তা!

পপুলার২৪নিউজ ডেস্ক :
রাধে মাকে চেয়ার ছেড়ে দিলেন পুলিশ কর্মকর্তা!
ভারতে স্বঘোষিত ধর্মগুরুদের নিয়ে বিতর্ক যেন থামছেই না। রাম রহিমের কেলেঙ্কারি পেরিয়ে এবার সংবাদ শিরোনামে রাধে মা।

ভারতের পূর্ব দিল্লির বিবেক বিহার পুলিশ স্টেশনে গিয়ে স্টেশন হাউস অফিসারকে সরিয়ে রীতিমতো তারই চেয়ারে বসে ছবি তুললেন রাধে মা। এখানেই প্রশ্ন উঠছে কোন অধিকারে স্টেশন হাউজ অফিসার বা এসএইচও-এর চেয়ারে বসলেন তিনি?কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়, দিল্লির বিবেক বিহার পুলিশ স্টেশনে ঢুকতেই সেলিব্রিটি স্টাইলে তাকে অভ্যর্থনা জানান এসএইচও। তাঁর হাবভাবে স্পষ্ট, তিনি রাধে মার অন্ধ ভক্ত। তাই ভক্তি ভরেই নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এই এসএইচও। রাধে মাকে দেওয়া হয় পুস্পস্তবক। চেয়ারে বসার পরেও তাঁর পাশে হাতজোড় করে দাঁড়িয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে রাধে মা-র আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের বোরিভেলি হাইকোর্ট। রাধে মা-র বিরুদ্ধে যাতে যাবতীয় অভিযোগ বাতিল করে দেওয়া হয় আাদলত, সেই আবেদন জানানো হয়। তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। ২০১৬ সালে নিকি গুপ্তা নামে এক নারী রাধে মা-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেখানে রাধে মার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন ওই নারী। পণের জন্য রাধে মা ওই নারীর শ্বশুরবাড়ির লোককে উস্কে দিয়েছিলেন বলে অভিযোগ করেন নিকি।

পূর্ববর্তী নিবন্ধমেসিকে আটকানোর আলাদা কোনো পরিকল্পনা নেই পেরুর
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতির সুস্থ্যতা কামনা করতে চাই : মওদুদ