ফরিদপুরের পদ্মায় ইলিশ ও জালসহ ২৫ জেলে আটক

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১০ মণ ইলিশ মাছ ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের সদরপুর উপজেলার আকটের চর, চরনাসিরপুর ও দিয়াড়া নারিকেলবাড়িয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালান। অভিযানকালে ২৫ জন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ এবং দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ফজলু হাওলাদার নামের এক ব্যক্তিকে এক মাসের এবং অপর ২৪ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, আটককৃতদের ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় সাজা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে গোঁফ রাখায় দলিতদের ওপর উচ্চবর্ণের হামলা
পরবর্তী নিবন্ধমেসিকে আটকানোর আলাদা কোনো পরিকল্পনা নেই পেরুর