মুফতি হান্নানের ফাঁসি যেকোনো মুহূর্তে : স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
মুফতি হান্নানের ফাঁসি যেকোনো মুহূর্তে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের ফাঁসি যেকোনো মুহূর্তে কার্যকর হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বিকেলে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফাঁসি কার্যকরের প্রক্রিয়া চলছে। যেকোনো মুহূর্তে ফাঁসি কার্যকর হতে পারে। আসামি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করেছিল তবে তা নাকচ হয়ে গেছে। তাই ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে চলমান মামলাগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো মামলার গতিতেই চলবে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত কমিটির নিয়মিত বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

জানা গেছে, জঙ্গিবাদের অর্থায়ন খুঁজে বের করতে ব্যাংকের সন্দেহভাজন অ্যাকাউন্ট ও ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ ব্যয়ের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া জঙ্গি তৎপরতায় জড়িত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে জঙ্গি সংক্রান্ত লেখা নজরদারির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলা নববর্ষ উদ্‌যাপনের সঙ্গে ধর্মের যোগসূত্র নেই : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধনুরু হত্যা: পুলিশ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা