মিয়ানমারকে ৮ হাজার ৩২ রোহিঙ্গার তালিকা দিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জাতিগত নিধনের মুখে পালিয়ে বাংলাদেশে আসা সব রোহিঙ্গাকে ক্রমান্বয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার। এছাড়া নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়া ৬ হাজার মানুষের ব্যাপারে আগামী ২০ ফেব্রুয়ারি আলোচনা হবে।

শুক্রবার বিকালে ঢাকায় সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সির সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকাল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি এ বিষয়ে মিয়ানমারের একটি জেলায় দুই দেশের আলোচনা হবে। সেখানে মিয়ানমার জানাবে, এদের কীভাবে তারা ফেরত নেবে।

তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তারাও পজেটিভ মুড নিয়ে এসেছিলেন। আমরা ১১ লাখের কাছাকাছি রোহিঙ্গার লিস্ট করেছি, মিয়ানমার বলেছিল, ফ্যামিলি ওয়াইজ লিস্ট দিতে। সে অনুযায়ী আমরা আজকে এক হাজার ৬৭৩টি পরিবারের ৮ হাজার ৩২ জনের তালিকা করে তাদের দিয়েছি। তারা (মিয়ানমার) এই তালিকা যাচাই-বাছাই করে আমাদের জানাবেন।

এর আগে বিকাল পৌনে ৩টার দিকে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তাকে গার্ড অব অনার জানানো হয়। পরে বৈঠক শুরু হয়। বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ১২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সি।

পূর্ববর্তী নিবন্ধজগন্নাথপুরে সংঘর্ষে নিহত ১, আহত ২০
পরবর্তী নিবন্ধরায়ের কপি নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে : ফখরুল