মার্চে রফতানি আয় বেড়েছে ১০ শতাংশ

নিউজ ডেস্ক : রেমিট্যান্স প্রবাহে ভাটা হলেও রফতানিতে সুখবর। সদ্য সমাপ্ত মার্চ মাসে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৫১০ কোটি ২৫ লাখ ডলার। গত বছরের একই মাসের চেয়ে এ আয় ১০ শতাংশ বেশি। মূলত তৈরি পোশাক পণ্যের চালান বৃদ্ধি পাওয়ায় রফতানি বেড়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রফতানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে, একক মাস হিসাবে মার্চে রফতানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।

অর্থবছরের প্রথম নয় মাসে ৪ হাজার ৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেশি।

রফতানি আয় বেড়েছে তৈরি পোশাক, কৃষি, প্লাষ্টিক খাতে। অর্থবছরের ৯ মাসে তৈরি পোশাক খাতে রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ৫ ভাগ।

বিপরীতে আয় কমেছে কমেছে হোম টেক্সটাইল, পাট ও চামড়াজাত পণ্যে। চামড়া ও চামড়াজাত পণ্যে রফতানি আয় কমেছে ১৩ দশমিক ৬৫ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধঈদে ফিটনেসবিহীন গাড়ি, নসিমন-করিমন-ভটভটি চলতে পারবে না
পরবর্তী নিবন্ধঈদে ফাঁকা ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি কমিশনার