মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সিরাজগঞ্জে ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাখাওয়াত হোসেন (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর ডুবুরি দল।

সোমবার সকাল ৯টায় সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকার ইছামতি নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাখাওয়াত হোসেন সরাইচন্ডী গ্রামের মৃত মোকসেদ ব্যাপারীর ছেলে।

রোববার বিকেল তিনটার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নে সরাইচন্ডী এলাকায় মাছ ধরতে গিয়ে কৃষক সাখাওয়াত হোসেন নিখোঁজ হন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যার আগে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছি। সেখানে প্রচুর পরিমাণ কচুরিপানা ও পানির গভীরতা বেশি থাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আমাদের ইউনিটে কোনো ডুবুরি না থাকায় রাজশাহীতে খবর দেয়া হয়। সোমবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর ডুবুরি দলের অধিনায়ক এসও আব্দুল হামিমের নেতৃত্বে একদল ডুবুরি সরাইচন্ডীর ইছামতি নদীতে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাঠে গিয়ে খেলা দেখবেন সৌদি নারী
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইইউ মন্ত্রী ঢাকা আসছেন আজ