মাগুরায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

মাগুরা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোটে চাইলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট চেয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আগামী নির্বাচনের জন্য নৌকা মার্কায় ভোট চাই।’মঙ্গলবার বিকেলে মাগুরায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী মাগুরায় ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এর আগে বগুড়া ও লক্ষ্মীপুরে গিয়েও দলের প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়েছেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশের উন্নয়ন হয়। মানুষ পেট ভরে খেতে পারে। ’৭০ সালে জনগণ আওয়ামী লীগকে জয়যুক্ত করেছিল। আর সে জন্যই আজ আমরা স্বাধীনতা পেয়েছি।’

আওয়ামী লীগ উন্নয়ন করতে ক্ষমতায় আসে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগই জাতির পিতার নেতৃত্বে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। মাত্র সাড়ে তিন বছর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। দেশ যখন এগিয়ে যাচ্ছিল, তখনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আমি সব ব্যথা বুকে নিয়ে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমার পিতা স্বাধীনতা এনেছিলেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে চেয়েছিলেন। আমি বাবার সেই স্বপ্ন পূরণ করতে চাই। আর যখনই আমরা উন্নয়ন করতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই, একটি শ্রেণি বাধা দেয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্যই দেশকে উন্নত করা। কিন্তু বিএনপি কী করেছে? ২০০১ সালের নির্বাচনের পর তারা এখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগের একজন নেতা-কর্মীও সে সময় ঘরে থাকতে পারেনি। তারা ক্ষমতায় আসা মানে সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করা। তারা ক্ষমতায় আসা মানেই জনগণের জীবনে নাভিশ্বাস ওঠা।’

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতির পুনরুল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। প্রত্যেকটি মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, ওলামা মাশায়েখ ও সব শ্রেণি-পেশার নাগরিকদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা নিজেরা নিজ নিজ এলাকায় লক্ষ রাখবেন, কারও ছেলেমেয়েই যেন ওই জঙ্গিবাদের পথে না যায়।’

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডুর পরিচালনায় জনসভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী মাগুরার ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জনসভা মঞ্চের পাশে স্থাপন করা প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুই মাকে থানায় আটক রাখায় ওসিসহ দুই পুলিশকে হাইকোর্টে তলব
পরবর্তী নিবন্ধযৌন হয়রানির শিকার নারী কর্মক্ষেত্রে ছুটি পাবেন