মনপুরায় ডোবা থেকে হরিণ উদ্ধার

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলায় ডোবা থেকে একটি হরিণ উদ্ধার করেছে এলাকাবাসী।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসের হাট এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে বনবিভাগ কর্মীরা হরিণটিকে দুপুর ১২ টার দিকে জংলারখাল সংলগ্ন বনে ছেড়ে দেয়।

এদিকে মাঝে মাঝে খাবার ও মিঠা পানির সন্ধানে হরিণ লোকালয়ে চলে আসার খবর পাওয়া যায়। কিন্তু বনবিভাগের নজরদারীর অভাবে কয়েকটি চক্র হরিণ নিধন করছে বলে অভিযোগ করছে স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল যুগান্তরকে জানান, খাবার ও মিঠা পানির সন্ধানে বনের হরিণ লোকালয়ে ছুটে আসছে। লোকালয় হরিণ আটকের খবর পাওয়া গেলে তা দ্রুত উদ্ধার করে ফের বনে ছেড়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর পাইল বসানোর কাজ ফের শুরু