ব্যাটে ব্যর্থ হলেও বল হাতে দ্যুতি ছড়ালেন রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক : আসল পরিচয় লেগস্পিনার। কিন্তু জাতীয় দলের হয়ে এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে নিজের ব্যাটিং ক্যারিশমা দেখিয়েছেন রিশাদ হোসেন।

টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ২৭ রানে ৫ উইকেট হারানোর পর মাঠে নেমে ৭ ছক্কা হাকিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন রিশাদ। আর সর্বশেষ ওয়ানডে ম্যাচে ১৮ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে মাঠ গরম করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ঠিকই বল হাতে জ্বলে উঠেছেন রিশাদ। ফতুল্লার খান সাহেব ওসমানা আলী স্টেডিয়ামে ২৭ রান খরচায় ৩ উইকেট দখল করেছেন এই লেগস্পিনার। তবে ব্যাট হাতে রান পান নি সময়ের আলোচিত পারফরমার রিশাদ। ফিরে গেছেন ৮ রানে (৭ বলে)।

রিশাদের ব্যাটে রান না থাকলেও তার দল শাইনপুকুর ঠিকই জিতেছে। গাজী টায়ার্স একাডেমিকে ৭৩ রানে হারিয়ে এবারের প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেলো শাইনপুকুর। সমান ম্যাচে গাজী টায়ার্স একাডেমি হারলো সবগুলো ম্যাচে।

সংক্ষিপ্ত স্কোর:

শাইনপুকুর: ৪৯.৪ ওভারে ২২৪/১০ (খালেদ ২৪, তানজিদ তামিম ২৭, মেহরুব হাসান ২৩, মার্শাল আইয়ুব ৩২, ইরফান শুক্কুর ৩৭, আকবর আলী ২১, রিশাদ হোসেন ৮, জাভেদ ১০, রবিউল ২১; মারুফ মৃধা ৪/৪১, মেহরুর ২/৩৮, আকাশ ২/৩৯)।

গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি: ৪৬.৫ ওভারে ১৫১/১০ (আশিকুর রহমান শিবলী ৪, ইফতেখার ইফতি ১৩, আশরাফুল ১৯, শামিম মিয়া ৪৭, গাজী তাহজিবুল ৩০, মেহরাব হোসেন ১৩*; রিশাদ ৩/২৭, রবিউল হক ২/১২, আরাফাত সানি ২/২৬, জায়াদ রোয়েন ২/ ২২)।

ফল: শাইনপুকুর ৭৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: রবিউল হক (শাইনপুকুর)।

পূর্ববর্তী নিবন্ধশুরু হলো মাগফিরাতের দশক
পরবর্তী নিবন্ধলায়নকে আমার বাসার সামনেই নিয়ে যাই: জান্নাতুল পিয়া