হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হার বাংলাদেশের, ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক :

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম চার টি-টোয়েন্টিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দলের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

সিলেটে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এই মিশনে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের মেয়েদের। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউর।

সিরিজের একটি ম্যাচেও এখন পর্যন্ত লড়াই করতে পারেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হারে শুরু। এরপর প্রতি ম্যাচেই নাকাল হয়েছে বাংলাদেশের মেয়েরা।

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে, তৃতীয় ম্যাচে হারে ৭ উইকেটে। এরপর বৃষ্টিবিঘ্নিত চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৪ রানের বড় হার দেখে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, রুবিয়া হায়দার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, সুলতানা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, শরিফা খাতুন, ফারিহা তৃষ্ণা, স্বর্ণা আক্তার।

ভারতীয় একাদশ
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, হেমালতা, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), রিচা ঘোষ, দিপ্তি শর্মা, সাজানা, পুজা ভাস্ত্রাকার, তিতাস সাধু, আশা, রাধা যাদব।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের প্রথম দেশ হিসেবে ১১১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেল ভারত
পরবর্তী নিবন্ধটাকার অবমূল্যায়নের সুযোগ রপ্তানিকারকদের কাজে লাগাতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী