বিব্রতকর পরিস্থিতিতে নওয়াজ শরিফ

পপুলার২৪নিউজ ডেস্ক:

পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগেই পরিস্থিতি যে প্রতিকূল, তা স্পষ্ট বুঝে গেলেন নওয়াজ শরিফ৷ পাকিস্তানের জাতীয় আইনসভাতে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে “গো নওয়াজ গো” স্লোগানে মুখরিত হল৷ ঘটনায় তীব্র অস্বস্তিতে শরিফ৷ অস্বস্তিতে পাকিস্তানের প্রেসিডেন্ট৷ আইনসভাতেই পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিশ্বাসঘাতক শ্লেষ উড়ে এসেছে৷

পরিস্থিতি যে ঘোরালো হবে তা আগেই বুঝতে পেরেছিলেন প্রেসিডেন্ট৷ সেই মতো তিনি মানসিক প্রস্তুতি নিয়েই যৌথ অধিবেশনে ভাষণ দিতে এসেছিলেন৷ বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে পাক সংবাদপত্র ডন জানাচ্ছে এই খবর৷

পানামা পেপারসে ফাঁস হওয়া বিভিন্ন নথিতে পাক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে পাক সুপ্রিম কোর্ট৷ একইসঙ্গে নওয়াজ শরিফকে স্বস্তি দিয়ে কুর্সিতে থেকে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে৷ তবে পানামা পেপারসে নাম জড়িয়ে যাওয়া বিরোধী দলগুলির প্রবল আক্রমণের মুখে নওয়াজ শরিফ৷

শরিফের আরও অস্বস্তির কারণ, অধিকৃত কাশ্মীরে জঙ্গি দমনে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা৷

এরপরে ভারতীয় গুপ্তচর অভিযোগে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড প্রক্রিয়ায় আন্তর্জাতিক আদালতের ধাক্কা৷ তাতে আপাত স্থগিত হয়েছে মৃত্যুদণ্ড৷ এতেও বিব্রত নওয়াজ শরিফ৷

পূর্ববর্তী নিবন্ধঅনুস্কা -প্রভাস ভালো বন্ধু :প্রভাসের মা
পরবর্তী নিবন্ধসরকার জনগণের ওপর বাজেট চাপিয়ে দিয়েছে : ফখরুল