বিদেশের মাটিতে কোহলিদের ইতিহাস

পপুলার২৪নিউজ ডেস্ক:

তিন দিনেরও কম সময়ের মধ্যেই শেষ টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ইনিংস ও ১৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল ভারত। ভারতের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত বিদেশের মাটিতে ৩ বা তার বেশি ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার গৌরবের সাক্ষী হলো পাল্লেকেলে। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে এই নিয়ে ৮ম বারের মত টেস্ট সিরিজ জিতলো ভারত।

ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের আগের বড় জয়টি ছিলো ২০০৯ সালে কানপুরে। ঐ টেস্টটি ইনিংস ও ১৪৪ রানে জিতেছিলো মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল ভারত। তবে ইনিংস ব্যবধানে ভারতের টেস্ট জয়ের ক্ষেত্রে এটি চতুর্থ স্থানে রয়েছে। আর নিজেদের ক্রিকেট ইতিহাসে ইনিংস ব্যবধানে ভারতের সবচেয়ে বড় জয় বাংলাদেশের বিপক্ষে। ২০০৭ সালে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ইনিংস ও ২৩৯ রানে জিতেছিলো রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দলটি।

ঘরের মাঠে ৩ টেস্টের সিরিজে এই নিয়ে দ্বিতীয়বারের মত হোয়াইটওয়াশ হলো লঙ্কানরা। প্রথমবার ২০০৪ সালে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো দলটি। আগামী ২০ আগষ্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

আর ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টি-২০ ম্যাচ। তার আগে নুয়ে পড়া শ্রীলঙ্কা দল কি ঘুরে দাঁড়াতে পারবে?

পূর্ববর্তী নিবন্ধবুধ ও বৃহস্পতিবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধনওগাঁয় বন্যা পরিস্থিতির অবনতি