বাহুবলি নিয়্বে যা বললেন জ্যোতিকা জ্যোতি

 পপুলার২৪নিউজ ডেস্ক:

বাহুবলির মতো পুরুষ, রাজমাতার ব্যক্তিত্ব- শাসন, দেবসিনার মত এক ধারালো নারী, কাটাপ্পার বিশ্বস্ততা- এই সময়েও সবাই চাই! এই মন্তব্য বাংলাদেশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া বাহুবলি-২ নিয়ে জ্যোতিকা জ্যোতি নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে এ মন্তব্য করেছেন। একই সাথে তিনি সিনেমা হলে গিয়েও ছবি দেখার আহবান জানিয়েছেন।

জ্যোতি লিখেছেন, একটা সিনেমা কতটা ইনভলব করতে পারে মানুষকে, শুধু ৩ ঘণ্টা না তার পরেও সে ইনভলবমেন্ট থেকে যায়। হোক সেটা অবাস্তব, ফ্যান্টাসি তবু মানুষ নিজেদের সাথে সিনেমার আবেগটাকে জড়াচ্ছে! সিনেমা তো এমনি হওয়া চাই, ৩টা ঘণ্টা পৃথিবীর আর কোনও হিসাবনিকাশ থাকেনা মাথায়! ওহ হ্যাঁ , সিনেমা আসলে হলে দেখার বিষয়।

জ্যোতিকা কলকাতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের দ্বিতীয় সিনেমায় অভিনয় করছেন । তার বিপরীতে থাকছেন প্রদীপ্তর প্রথম সিনেমা ‘বাকিটা ব্যক্তিগত’-এর নায়ক ঋত্বিক চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধবাহুবলি-২ দেখতে ভারতে ৪০ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধআনুশকার নতুন সঙ্গী পরমব্রত!