বাহুবলি-২ দেখতে ভারতে ৪০ বাংলাদেশি

 পপুলার২৪নিউ ডেস্ক:

গত ২৮ এপ্রিল মুক্তি পাওয়ার পরই ‘বাহুবলি-২’নিয়ে গোটা উপমহাদেশ জুড়ে চলছে উন্মাদনা। ভারতের একটি গণমাধ্যমের খবরে জানা গেছে,  ‘বাহুবলি-২’ দেখতে ভারতে গেছেন বাংলাদেশের ৪০ জনের একটি দল। সোমবার তারা কলতাকায় পৌঁছেছেন বলে জানা যায়।   ৪০ জনের দলটি দক্ষিণ কলকতায় একটি মালটিপ্লেক্সে মঙ্গলবার সন্ধ্যার শো দেখেন। দলে বাংলাদেশের ব্যবসায়ী ইবনে হাসান খান নামের একজন রয়েছেন যিনি শুধু বাহুবলি-২ দেখার জন্যই ছেলেমেয়েকে নিয়ে কলকতায় গেছেন।

ওই গণমাধ্যমের খবরে বলা হয়, দলটিতে রয়েছেন ফারজানা ব্রাউনিয়া নামের একজন। তিনি বলেন, কলকাতায় আমার অনেক বন্ধু সিনেমাটি দেখার পর বাহুবলিকে হত্যার কারণ বলতে চেয়েছিল কিন্তু শুনতে চাইনি। শুনলে আগ্রহটা হারিয়ে ফেলতাম। তাই নিজে দেখার জন্য চলে এসেছি।

মুক্তির তিন দিনেই যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বজুড়ে এর আয় দাঁড়িয়েছে ৫৪০ কোটি রূপি। শুধু ভারত নয় হলিউডেও দাপটের সাথে চলছে বাহুবলির এই সিকুয়েল।

পূর্ববর্তী নিবন্ধশেরপুরে আদালত বর্জন করে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধবাহুবলি নিয়্বে যা বললেন জ্যোতিকা জ্যোতি