ফরিদপুরে গৃহবধূর ১২ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: 

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরে নারী নির্যাতন মামলায় স্বামী ও শ্বশুরের সাথে সমঝোতার প্রায় চার মাস পর ফরিদপুরে ১২ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছেন কামনা (২৪) নামে এক গৃহবধূ। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও জনতার প্রচেষ্টায় ওই গৃহবধুকে উদ্ধার করা হয়।

এ ঘটনাটি ঘটে আজ দুপুর দুইটার দিকে ফরিদপুর শহরের আলীপুর কবি জসীমউদ্দীন সড়কের রাজ্জাক টাওয়ারে।
এদিকে নির্যাতনের শিকার ওই গৃহবধুর আত্মহত্যার চেষ্টার খবর সংগ্রহে গেলে সংবাদ কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার মো. সাইফুজ্জামান জানান, আজ দুপুরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও জনতার সহায়তায় ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানান, ওই গৃহবধূকে উদ্ধারের পর তার বাবা জালাল মোল্লার জিম্মায় দেওয়া হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রায় চার মাস আগে স্বামী সৈয়দ কামরুল হাসান তুষারসহ শ্বশুর বাড়ির লোকজনের অমানুষিক নির্যাতনের শিকার গৃহবধু কামনাকে পুলিশ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে এ ঘটনায় কামনা বেগম বাদি হয়ে একটি মামলা করেন। মামলা দায়েরের পর স্বামী তুষার পলাতক থাকলেও শ্বশুর সৈয়দ নাজমুল হাসান লোচনকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে ঢুকে শিক্ষিকার দুই হাত ভেঙে দিল বখাটে
পরবর্তী নিবন্ধবিজয় একাত্তর হলে ঘটনা তদন্তে কমিটি