প্রধান বিচারপতির এজলাসের সামনে বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতে মামলার বিচারে দীর্ঘসূত্রিতার কারণে ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতির এজলাসের সামনে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বৃদ্ধ।

তবে সেখানে থাকা আইনজীবীরা ওই বৃদ্ধকে গায়ে পেট্রোল ঢালতে দেখে ঝাপটে ধরে ফেলায় তিনি আর গায়ে আগুন দিতে পারেননি।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা হাইকোর্টে এ ঘটনা ঘটে। খবর আজকালের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শঙ্কর মাঝি নামে ওই বৃদ্ধ একটি মামলার শুনানি চলাকালে ‘বিচার চাই’ বলে চিৎকার করতে থাকেন।

এক পর্যায়ে তিনি পকেট থেকে বোতল বের করে গায়ে পেট্রোল ঢালতে থাকেন। তার এ কাণ্ড দেখে ছুটে আসেন হাইকোর্টের আইনজীবীরা। ফলে গায়ে আগুন ধরানোর আর সুযোগ পাননি তিনি।

এরপর ওই বৃদ্ধকে কলকাতা হাইকোর্টের চিকিৎসকদের কাছে নিয়ে যান আইনজীবীরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, অনেক দিন ধরে শঙ্কর মাঝির একটি মামলার বিচার চলছে। ওই মামলার দীর্ঘ সূত্রিতার কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।

এরমধ্যে মামলার পরবর্তী শুনানির দিন নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি।

মঙ্গলবার মামলার দ্রুত নিষ্পত্তি করার দাবিতে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

তবে অবসাদের কারণে শঙ্কর মাঝি এই কাণ্ড ঘটিয়েছেন বিবেচনা করে তাকে গ্রেফতার করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতি রোধে আইপি টিভি নিয়ে আসছে দুদক
পরবর্তী নিবন্ধ‘আন্দোলন-সংগ্রামে সাহস যুগিয়েছেন বঙ্গমাতা’