পাকিস্তানে কাতার আমিরের ১৬ সহচর আটক

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের কোয়েটায় টোল আদায়ের একটি চেকপয়েন্টের প্রতিবন্ধক ভেঙে ফেলার অভিযোগে কাতারের আমিরের ১৬ জন সহচরকে আটক করেছে রাজস্ব কর্মকর্তারা।

নশকি জেলার গালনগুর এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে তিনজন বাংলাদেশী ও ১৩ জন পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক রয়েছেন।

সরকারি কর্মকর্তাদের সূত্র মতে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মাশকিল এলাকায় দ্রুতগতির মধ্যএশীয় ‘হুবারা’ পাখি শিকার করতে যাওয়ার কথা রয়েছে।

এর আয়োজন করতে আমিরের সহচরদের একটি অগ্রবর্তী দল ঘটনাস্থলে যাচ্ছিল। পথে একটি চেকপয়েন্টে টোলের জন্য তাদের থামানোর নির্দেশ দেয় কর কর্মকর্তারা।

কিন্তু এ সময় আমিরের সহচররা চেক পয়েন্টের প্রতিবন্ধক ভেঙে পালিয়ে যায়। পরে নিরাপত্তা কর্মকর্তারা ধাওয়া করে চারটি গাড়িসহ ১৬ জনকে আটক করে।

নশকি জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, কাতার আমিরের আটক সহচরদের মধ্যে তিনজন বাংলাদেশী এবং ১৩ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের বহনকারী চারটি গাড়িকেও নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।

কাতারের আমির অল্প কয়েক দিনের মধ্যে মাশকিল এলাকায় পাখি শিকারে আসবেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধএবার ছাত্রদের কাঁধে হাঁটলেন স্কুলের জমিদাতা
পরবর্তী নিবন্ধবেসরকারিভাবে হজে খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা