পাকিস্তানের হয়ে একক কীর্তি ইউনিসের

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের হয়ে একক কীর্তি গড়লেন ব্যাটসম্যান ইউনিস খান। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এ ডানহাতি।

৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান ২০৮ ইনিংস খেলে ৫৩ গড়ে ১০ হাজার রান করলেন। টেস্টে ইউনিসের আগে ১২ জন ব্যাটসম্যান এই কীর্তি গড়েন।

ইউনিস খান দ্রুত ১০ হাজার রানের ক্লাবে প্রবেশকারী ৬ষ্ঠ ব্যাটসম্যান।

রোববার রাতে সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাঠে নামে পাকিস্তান। ১০ হাজার রান থেকে মাত্র ২৩ রান দূরে ছিলেন ইউনিস।

তৃতীয় দিনের চা পানের বিরতির পর ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজকে সুইপ করে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইউনিস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজ দিয়েই ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ইউনিস।

পূর্ববর্তী নিবন্ধসালমানকে ফিরিয়ে দিলেন নওয়াজ
পরবর্তী নিবন্ধকম রানের ইতিহাস গড়ল গেইল-কোহলিরা!