না.গঞ্জের সাত খুন মামলার রায় সোমবার


নারায়ণগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ ডেস্ক:

4অপেক্ষার প্রহর শেষে নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায় ১৬ জানুয়ারি সোমবার ঘোষণা করা হচ্ছে৷ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। এ রায়ের দিকে তাকিয়ে আছেন সাত খুনে নিহতদের পরিবার। তাদের আশা রায়ে আদালত আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি প্রদান করবেন।

২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিচার কাজের আইনি কার্যক্রম শেষ হয় গত ৩০ নভেম্বর। ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণের পর ২০১৫ সালের ৮ এপ্রিল চার্জশিট, ওই বছরের ১২ নভেম্বর ভারত থেকে নূর হোসেনকে দেশে আনা, আদালতে সাক্ষিদের চোখ রাঙানি, বাদী পক্ষকে হুমকি, অন্যতম আসামি র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদের অসুস্থতার নাটকে হাসপাতালে ভর্তি, কাঠগড়ায় ভেতরে নূর হোসেনের মারামারিসহ মামলা চলাকালে অনেক নাটকীয়তাও হয়েছে। সবশেষে ১৬ জানুয়ারি বহুল প্রতিক্ষিত রায় ঘোষণার দিন ধার্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। এ আদালতেই চলে পুরো মামলার কার্যক্রম।

মামলা পরিচালনা করা রাষ্ট্রপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন  জানান, গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মাত্র ৮ মাসেই মামলার আইনি কার্যক্রম শেষ হয়েছে। ১২৭ জন সাক্ষির মধ্যে ১০৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যুক্তিতর্ক ও আসামিদের জেরাতে রাষ্ট্রপক্ষ তথা আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে মামলায় অভিযুক্তরা সবাই সাতজনকে অপহরণ থেকে শুরু করে হত্যা, গুমসহ পুরো কার্যক্রমে জড়িত। সেহেতু আমরা আদালতকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করতেও দাবি জানিয়েছি। আমরা আশা করি আদালত সাজা মৃত্যুদণ্ড প্রদান করবেন।

 

পূর্ববর্তী নিবন্ধআখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা
পরবর্তী নিবন্ধইসি পুনর্গঠনে ৫ সদস্যের সার্চ কমিটি হচ্ছে