নারীদের পছন্দের পোশাক ট্রেন্ডি বটমস

নিত্যদিনের ফ্যাশনে রুচি, আধুনিকতা এবং ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পায়ের পরিচ্ছদ বা বটমস খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন নতুন নতুন স্টাইলের জন্য এ সময়ের তরুণীরা আর একাধিক কামিজ বা টপে নির্ভরশীল নন। শুধু বটমস পরিবর্তন করেও এখন আয়োজন অনুযায়ী ট্রেন্ডি স্টাইল-স্টেটমেন্ট সৃষ্টি করা সম্ভব।

একটি টপ বা টি-শার্টের সঙ্গে হারেম প্যান্ট পরলে অনায়াসেই রিল্যাক্স ক্যাজুয়াল ভাইব চলে আসে। টপটি ইন করে কাঁধে রঙিন ঝোলা ব্যাগ ম্যাচ করলেই বোহেমিয়ান লুক আসে। যা এ মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট স্টাইলের একটি। বিচ হলিডে বা রিসোর্ট লুক আনার জন্য ওই টপের সঙ্গে মানানসই স্কার্ট পরে নিলেই ট্রেন্ডি হলিডে স্টাইল তৈরি হয়ে যায়।

একই টপের সঙ্গে ইন করে ফর্মাল বা কুলোটস প্যান্ট পরলে রুচিশীল এবং আধুনিক অফিস বা কর্পোরেট লুক তৈরি করা সম্ভব। স্টাইলের ভেরিয়েশনের জন্য বটমসই যথেষ্ট।

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস ট্রেন্ডি বটমস সম্পর্কে বলেন, ‘সম্প্রতি আমরা নারীদের জন্য পছন্দের ট্রেন্ডি বটমস কালেকশন নিয়ে এসেছি। এতে স্থান পেয়েছে স্কার্ট, হারেম ও কুলোটস প্যান্টস, লেগিংস, স্ট্রেইট-কাট ও বেল-বটম স্টাইল পালাজ্জো।’

তিনি বলেন, ‘ভিসকোস, কটন-ব্লেন্ড ও ক্রেপ সিল্কে তৈরি পোশাকগুলোতে প্রাধান্য পেয়েছে আরাম ও ট্রেন্ডি প্রিন্ট। ঘরে, অফিসে এমনকি পার্টিতে বটমসগুলো যে কোনো সিঙ্গেল পিসের সঙ্গে মানাবে। এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো ইউটিলিটি বা সহজ ব্যবহার উপযোগিতা।’

মন্নুজান নার্গিস বলেন, ‘সাইড পকেট, স্ট্যান্ডার্ড ফিট, ইলাস্টিকেটেড ওয়েইস্ট-লাইন, বেল্ট ও ট্যাসেল-কর্ডের ব্যবহার স্টাইলগুলোকে ট্রেন্ডি ও আরামদায়ক করে তুলেছে। এ কালেকশন এরই মধ্যে নিকটস্থ স্টোরে পাওয়া যাচ্ছে। অনলাইনে কিনতে পারবেন ওয়েবসাইট ও মেসেঞ্জারে অর্ডার করে।’

পূর্ববর্তী নিবন্ধপুরুষের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি হয় কেন?
পরবর্তী নিবন্ধস্ট্রোক থেকে বাঁচতে যেসব খাবার খাবেন