দুষ্কৃতিকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে: ত্রাণমন্ত্রী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর আওয়ামী লীগ আক্রমণ করেনি’ দাবি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলছেন, ‘দুষ্কৃতিকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে। ‘ পার্বত্য অঞ্চলের ভূমিধস পরিস্থিতি পর্যালোচনাসহ পরবর্তী করণীয় নির্ধারণে মঙ্গলবার সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন তিনি।

মায়া বলেন, ‘একটি দলের মহাসচিব দুর্গত মানুষের পাশে দাঁড়াতে যেতে চেয়েছিলেন, সেখানে তাকে নাকি আক্রমণ করা হয়েছে। এ ধরনের ঘটনা আমরা বিশেষ করে আওয়ামী লীগ আর ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, আওয়ামী লীগের এটা কাজও না। ‘

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি যাওয়ার পথে রবিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার মুখে পড়ে বিএনপি মহাসচিবের গাড়িবহর। বিএনপি এ জন্য আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের অনুগতদের দায়ী করেছেন।

ত্রাণমন্ত্রী মায়া বলেন, ‘যারা এ কাজটি করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, আমিও তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, দুষ্কৃতকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে। ‘

 

পূর্ববর্তী নিবন্ধচালের দাম বৃদ্ধি নিয়ে তদন্তের দাবি
পরবর্তী নিবন্ধচালের আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী